রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫

জোকস 9

টিভিতে একজন কৃষকের ইন্টারভিউ

উপস্থাপকঃ আপনি ছাগলকে কি খাওয়ান??

কৃষকঃ কোন টারে? কালো না সাদা ??

উপস্থাপকঃ কালোটারে

কৃষকঃ ঘাস…

উপস্থাপকঃ আর সাদা ??

কৃষকঃ ওইটারেও ঘাসই খাওয়াই…

উপস্থাপকঃ ও!!আচ্ছা, এগুলিরে কই বাইন্ধা রাখেন?

কৃষকঃ কোনটা?? কালোটা না সাদাটা??

উপস্থাপকঃ সাদা..কৃষকঃ ওইপাশে বাইরের ঘরে বাইন্ধা রাখি

উপস্থাপকঃ আর কালোটা ?

কৃষকঃ ওইটারেও বাইরের ঘরেই বান্ধি.

উপস্থাপকঃ আর গোসল করান কিভাবে ?

কৃষকঃ কালো না সাদা??

উপস্থাপকঃ কালো..

কৃষকঃ পানি দিয়া ।

উপস্থাপকঃ আর সাদাটা ?

কৃষকঃ ওইটারেও পানি দিয়াই করাই…

উপস্থাপক(চরম ক্ষিপ্ত): হুহ…!!

সব কিছু যখন একই রকম করেন 

তাইলে বার বার জিগাস ক্যান“কালা না সাদা”???

কৃষকঃ কারণ সাদা ছাগলটা আমার…

উপস্থাপকঃ ও সরি!! আর কালোটা কার তাহলে ??

কৃষকঃ ওইটাও আমার……….

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫

টম এবং জেরি ! ! !

জেরী তার জীবনে অনেক কিছু করেছেন ।

একবার তিনি কাপড় রং করার দোকান খুলে বসলেন ।

চারিদিকে কথাটা রটে গেল , জেরীর করা রং যেমন টেকসই তেমনই তার জলুস ।

কথাটা টমের কানেও গেল ।

টম একদিন তার বউ এর কাপড় নিয়ে হাজির হলো , এবং

বললো —- ” এটা আমার বও এর কাপড় ।

দারুন রং করে দিতে হবে ” ।

জেরী জিঞগেস করলেন —- ” আপনি কী রং চান ? ”

টম বললেন —- ” দারুন রং চাই ।

তবে লাল,নীল, হলুদ, বেগুনী, সবুজ, কালো এইগুলি চলবে না । ”

জেরী —- ” সহজ বপ্যার করে দেবো ।

টম —- ” কবে নিতে আসব ?

জেরী হাসি মুখে বলল —- ” সোম, মঙ্গল,বুধ, বৃহস্পতি, শুক্র,শনি আর  রবিবার বাদ দেবেন ,তারপর যে কোন দিন চলে আসবেন ।

শিক্ষক ও ছাত্র 4 ! ! !

একদিন ক্লাসে শিক্ষক তার সোনার আংটিটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে ছাত্রকে প্রশ্ন করলেন ।

শিক্ষকঃ বল তো,এই আংটিটাতে মরিচা ধরবে কি না?

ছাত্রঃ ধরবে না স্যার

শিক্ষকঃ গুড, ভেরি গুড। আচ্ছা বলতো, কেন ধরবে না?

ছাত্রঃ স্যার, আপনি যে কৃপণ লোক।
যদি পানিতে রাখলে মরিচা ধরতো,আপনি কখনই আপনার সোনার আংটি পানিতে রাখতেন না ।

শিক্ষক ও ছাত্র 3 ! ! !

বিয়ে নিয়ে কথা বলছিলেন ..

শিক্ষকঃ জনি , তুমি কেমন স্ত্রী চাও??

জনিঃ চাঁদের মত   ——-

শিক্ষকঃ ওয়াও !! খুব সুন্দর …তুমি কি চাও তোমার স্ত্রী চাঁদের মত সুন্দর আর শান্ত হবে ??……

জনিঃ না স্যার আমি চাই সে রাতে আসবে আর সকালে চলে যাবে

শিক্ষক ও ছাত্র 2 ! ! !

জিনিয়াস ছাত্র !!!

শিক্ষক : তোমার বাম চোখে কি হয়েছে ?

ছাত্র : কিছু হয়নি স্যার ।

শিক্ষক : তবে খামাখা বেঁধে রেখেছ কেন ?

ছাত্র : স্যার, আপনি না বলেছেন, ছোট-বড় সবাইকে এক চোখে দেখতে, তাই